ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইপিজেড এলাকায় গার্মেন্টসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
ইপিজেড এলাকায় গার্মেন্টসে আগুন ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরের ইপিজেড থানাধীন ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী কলেজ এলাকায় ওয়ান ব্যাংকের পাশে হোসেন কমপ্লেক্স ভবনের একটি গার্মেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

শুক্রবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ভবনের পঞ্চম তলায় সাজ ফ্যাশন লিমিটেড-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বাংলানিউজকে বলেন, সাজ ফ্যাশন লিমিটেড নামের গার্মেন্টে আগুন লাগে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি স্টেশনের ১২টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়।

প্রায় দেড় ঘণ্টা পর দুপুর দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। দুপুর আড়াইটার দিকে অভিযান শেষ হয়।  

তিনি বলেন, কারখানার মেশিনারিজ কক্ষে অতিরিক্ত তাপ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।  আগুনে গার্মেন্টের বেশকিছু সামগ্রী পুড়ে গেছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০২২
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।