ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে ৫ মাস ধরে হয়নি সিন্ডিকেট সাধারণ সভা, ৪ সদস্যের চিঠি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
চবিতে ৫ মাস ধরে হয়নি সিন্ডিকেট সাধারণ সভা, ৪ সদস্যের চিঠি ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: বিগত পাঁচ মাসে সিন্ডিকেটের কোনও সাধারণ সভা না হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বরাবর চিঠি দিয়েছেন চার সিন্ডিকেট সদস্য।  

বুধবার (১০ আগস্ট) সিন্ডিকেট সভাপতি চবি উপাচার্য বরাবর এ চিঠি দেওয়া হয়।

চিঠি দেওয়া সিন্ডিকেট সদস্যরা হলেন- অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ, অধ্যাপক একেএম মঈনুল হক মিয়াজি, অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান এবং অধ্যাপক ড. কাজী এসএম খসরুল আলম কুদ্দুসী।

চিঠিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ ধারা ২৬ (১) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পর্ষদ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ড, বিষয়াদি, সম্পত্তির সাধারণ ব্যবস্থাপনা, তদারকি ও দায়িত্ব বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের।

বিগত ৫ মাসে সিন্ডিকেটের কোনো সাধারণ সভা হয়নি। আমাদের জানামতে বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের বিভিন্ন ইস্যুসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা বা সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক ড. কাজী এসএম খসরুল আলম কুদ্দুসী বাংলানিউজকে বলেন, গত ৭ জুলাই এক্সট্রা অর্ডিনারি সিন্ডিকেট সভা হলেও গত পাঁচ মাসে সাধারণ সিন্ডিকেট সভা হয়নি। এক্সট্রা অর্ডিনারি সিন্ডিকেট সভায় এজেন্ডা থাকে খুব কম। তাই সমসাময়িক ইস্যুগুলো নিয়ে সিন্ডিকেট সাধারণ সভায় আলোচনা প্রয়োজন।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।