ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ফুটবল

অনুশীলনের ছবি দিয়ে রোনালদো লিখলেন, ‘ঈদ মোবারক’

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
অনুশীলনের ছবি দিয়ে রোনালদো লিখলেন, ‘ঈদ মোবারক’

ইসলাম ধর্মাবলম্বীরা পালন করছেন পবিত্র ঈদুল ফিতর। ঈদের আমেজ লেগেছে ক্রীড়াবিশ্বেও।

তারকা খেলোয়াড়রা ঈদের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। সেই তালিকায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদোও। অনুশীলনের ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এই পর্তুগিজ উইঙ্গার।

বর্তমান ঠিকানা সৌদি ক্লাব আল নাসরের অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন রোনালদো। সেই অনুশীলনের বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছেন তিনি। আবার সৌদি আরবে গতকালকেই ঈদ উদযাপন করা হয়েছে। ছবিগুলোও গতকাল রাতেই শেয়ার করেছেন রোনালদো। ক্যাপশনে লিখেছেন, 'সেমিফাইনালের প্রস্ততিতে মনোযোগী। আজ যারা ঈদ উদ্যাপন করছেন, সবাইকে ঈদ মোবারক। ’ 

৩৮ বছর বয়সী রোনালদোর সময়টা অবশ্য ভালো যাচ্ছে না। তিনি মাঠে নামলেই গ্যালারিতে 'মেসি' 'মেসি' আওয়াজ উঠছে। এ কারণে দর্শকদের উদ্দেশে অশোভন অঙ্গভঙ্গি করে সমালোচনার মুখে পড়েছেন তিনি। এমনকি তাকে সৌদি আরব থেকে বের করে দেওয়ার দাবিও উঠতে শুরু করেছে। সবদিক চিন্তা করেই হয়তো কঠোর অনুশীলন করছেন রোনালদো।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।