ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ফুটবল

টটেনহ্যামে বসুন্ধরা কিংসের জার্সি

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
টটেনহ্যামে বসুন্ধরা কিংসের জার্সি

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারের কাছে বাংলাদেশি সমর্থকদের পক্ষ থেকে দেশের অন্যতম সেরা ক্লাব বসুন্ধরা কিংসের একটি জার্সি পাঠানো হয়। সেই জার্সি টটেনহ্যামের অফিশিয়াল ফ্যান ক্লাবেরর জার্সি সংগ্রহশালায় সংররক্ষন করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে টটেনহ্যামের ম্যাচের পর বসুন্ধরা কিংসের জার্সি হাতে দেখা যায় ক্লাবটির প্রকাশনা প্রধান জন রেনারকে। টটেনহ্যাম হটস্পারের অফিসিয়াল সমর্থকগোষ্ঠী বাংলাদেশ স্পারের পক্ষ থেকে ওই জার্সিটি পাঠানো হয়েছিল।  

সম্প্রতি ইংল্যান্ড সফরে গিয়েছেন বাংলাদেশ স্পারের সভাপতি মাশফিক খালিদ। বাংলাদেশ ছাড়ার আগে বসুন্ধরা কিংসের ফুটবলার তপু বর্মণ তার ক্লাব জার্সি খালিদের মাধ্যমে টটেনহ্যামের জন্য পাঠান। এরপর খালিদ তাদের ম্যাচ শেষ হলে জার্সিটি টটেনহ্যাম কর্মকর্তার হাতে হস্তান্তর করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।