ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ফুটবল

সর্বোচ্চ গোলদাতার আসনে দিয়াবাতে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
সর্বোচ্চ গোলদাতার আসনে দিয়াবাতে

চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২-১ গোলের জয় পেয়ছে মোহামেডান। দলের জয়ে জোড়া গোল করেছেন মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে।

জোড়া গোলের ফলে তার গোল সংখ্যা এখন ১১। বসুন্ধরা কিংসের স্ট্রাইকার দরিলেতনের সমান গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার আসনে যৌথভাবে শীর্ষে আছেন তিনি।  

আজ (২৯ এপ্রিল) মুন্সিগঞ্জের শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। প্রথমার্ধে নিশ্চিত গোল বঞ্চিত হয় মোহামেডান। ৩১ মিনিটে বক্সের বাইরে থেকে দিয়াবাতের জোরালো শট ক্রসবারে লেগে প্রতিহত হলে গোলশূন্যতেই শেষ হয় প্রথমার্ধ।

৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন দিয়াবাতে। ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।  

পিছিয়ে পড়া চট্টগ্রাম আবাহনী চড়াও হয়ে খেলতে থাকে ম্যাচে ফিরতে। সফলতাও আসে ৮১ মিনিটে। মোহম্মদ তারেকের গোলে ব্যবধান কমায় চট্টলার দলটি। তবে সমতায় ফিরতে পারেনি। পঞ্চম হারে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ রইলো তারা।
এই জয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে মোহামেডান। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট মোহামেডানের। শেখ জামালের পয়েন্ট সমান হলেও গোলগড়ে তারা নেমে গেছে চতুর্থ স্থানে।

দিনের অন্য ম্যাচে রাজশাহীতে ফর্টিস এফসি ৪-০ গোলে আজমপুর এফসি উত্তরাকে হারায়।  

বাংলাদেশ সময়:  ১৮৪৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।