ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ফুটবল

শিরোপার দিকে আরও এক ধাপ এগোলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
শিরোপার দিকে আরও এক ধাপ এগোলো বার্সেলোনা

শিরোপা জয়ের দৌড়ে বেশ এগিয়ে থেকেও যেন হুট করে ছন্দ হারায় বার্সেলোনা। শেষ পাঁচ ম্যাচে মাত্র তিন জয় পায় তারা।

 ১০ জনের রিয়াল বেতিসকে উড়িয়ে তা থামানোর পাশাপাশি লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে আরও এগিয়ে গেল জাভি হার্নানদেসের দল। ম্যাচে বেতিসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।

ম্যাচের ৩৩তম মিনিটে দশ জনের দলে পরিণত হওয়া রিয়াল বেতিসকে চেপে ধরল বার্সেলোনা। প্রথমার্ধেই তিনবার লক্ষ্যভেদ করার পর দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলের সুবাদে কাতালানদের ব্যবধান আরও বাড়ল। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বসে বার্সেলোনা। আর তাতে ফলও মেলে দ্রুত। ম্যাচের ১৪তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। রাফিনহোর চমৎকার এক ক্রসে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন  আন্দ্রেস ক্রিস্টেনসন। বার্সেলোনার হয়ে ডেনিশ এই ডিফেন্ডারের এটাই প্রথম গোল।

৩৩তম মিনিটে দশ জনের দলে পরিণত হয় বেতিস। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গনসালেস। এর তিন মিনিট পর দ্বিতীয় গোল হজম করে বেতিস। জুলস কুন্দের চমৎকার ক্রসে ব্যবধান দ্বিগুন করেন লেভানডোভস্কি। চলতি আসরে এটি তার ১৯তম গোল।

৩৯তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন রাফিনিহো। সার্জিও বুসকেটসের বাড়ানো বলে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন বার্সার এই ব্রাজিলিয়ান উইঙ্গার। ৮২তম মিনিটে ৪-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। আনসু ফাতির শট বেতিসের রদ্রিগেসের পায়ে লেগে দিক পাল্টে জড়ায় জালে।

এই জয়ে ৩২ ম‍্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে লা লীগের পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা। ৬৮ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ  আছে দুই নম্বরে।  

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, ৩০ এপ্রিল, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।