ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ফুটবল

হাল ছাড়তে চেয়েছিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, আগস্ট ১, ২০২৪
হাল ছাড়তে চেয়েছিলেন নেইমার

হাঁটুর ইনজুরির কারণে গত অক্টোবর থেকে মাঠের বাইরে নেইমার। নতুন মৌসুমকে সামনে রেখে চালিয়ে যাচ্ছেন ফেরার চেষ্টা।

তবুও শুরুর ম্যাচগুলোতে তার না থাকার সম্ভাবনাই বেশি।

ক্যারিয়ারজুড়ে ইনজুরি নিয়ে হরহামেশাই কঠিন সময় পার করতে হয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। এবার তো হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থায় ছিলেন। কিন্তু ভেতরের যোদ্ধাকে জাগিয়ে তোলে এখনো ফেরার লক্ষ্যে মুখিয়ে আছেন তিনি।

ইনস্টাগ্রামে নেইমার বলেন, 'এই চোটে পড়ার পর এমন দিন গেছে যা খুব কঠিনভাবে কেটেছে। এমনও দিন আছে যখন আমি হাল ছাড়তে চেয়েছি। এ সবকিছুর মধ্য দিয়ে যাওয়াটা কঠিন। কিন্তু এখানে একজন যোদ্ধা আছে যে নিজে যা চায় সেটা না পাওয়া পর্যন্ত থামবে না। ইশ্বর আমার শক্তি, আমার দুর্গ। আমরা প্রতিদিন লড়াই চালিয়ে যাব। '

পিএসজি ছেড়ে গত মৌসুমে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। কিন্তু ইনজুরির কারণে পাঁচটির বেশি ম্যাচ খেলতে পারেননি। আল হিলালের কোচ আশা করছেন, সেপ্টেম্বর থেকে মাঠে ফিরবেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, আগস্ট ১, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।