ঢাকা: ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ নামে খ্যাত বিশ্বকাপ ফুটবল যুদ্ধে মাঠের লড়াইয়ে নেমেছন স্বাগতিক ব্রাজিল এবং ক্রোয়েশিয়া।
বিশ্ববাসীকে সাম্বার তালে তালে মাতিয়ে তুলতে বাংলাদেশ সময় রাত ২টায় ব্রাজিলের সাও পাওলোতে শুরু হয় ফুটবল মহাযজ্ঞের প্রথম ম্যাচ।
নেইমার কি পারবে পায়ের যাদুতে ক্রোয়েশিয়াকে বধ করতে। নাকি ক্রোয়েশিয়া উল্টো ব্রাজিলকে রুখে দিয়ে উদ্বোধনী ম্যাচেই অঘটন ঘটাবে?। যাদের পায়ে ভর করে ব্রাজিল এবং ক্রোয়েশিয়া নিজেদের প্রথম ম্যাচে স্মরণীয় করে রাখবে তারা হলো...
ব্রাজিল দল
জুলিও সিজার (১২), দানি আলভেজ (২), ডেভিড লুইজ (৪), থিয়াগো সিলভা (৩), মার্সেলো (৬), পলিনহো (৮), লুইজ গুস্তাভো (১৭), নেইমার (১০), অস্কার (১১), হাল্ক (৭), ফ্রেড (৯)।
কোচ: লুইজ ফেলিপ স্কলারি (ব্রাজিল)।
ক্রোয়েশিয়া দল
স্টিপ পেলেতিকোসা (১), দারিজো সরনা (১১), ভেডরান করলুকা (৫), দিজেন লভরেন (৬), সিমে ভরসালকো (২), লুকা মড্রিচ (১০), ইভান রাকিটিক (৭), ওলিক (২২), মাটেও কোভাচিচ (২০), ইভান প্যারিসিচ (৪), নিকিচা জেলাভিচ (৯)।
কোচ: কোভাক নিকো ( ক্রোয়েশিয়া)।
বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, জুন ১৩, ২০১৪