ঢাকা: ফুটবল বিশ্বকাপের এবারের আসরের উদ্বোধনী ম্যাচেই কেবল প্রথম আত্মঘাতী গোল হজম করেনি ব্রাজিল, নিজেদের বিশ্বকাপের ইতিহাসের প্রথমবারের মতো এ ‘রেকর্ড’ গড়লো দলটি।
১৯৩০ সালের পর এবারের আসর নিয়ে ২০টি টুর্নামেন্টে খেলা দলটিকে এ লজ্জা দিয়েছেন ডিফেন্ডার মার্সেলে ভিয়েরা।
তবে, ২৭ মিনিটের মাথায় ফাউল করে হলুদ কার্ড হজম করলেও ২৯ মিনিটের মাথায় তার শোধ তোলেন ব্রাজিলিয়ান প্রাণভোমরা নেইমার। অস্কারের পাস থেকে বাম পায়ে শট নিয়ে ক্রোয়েশিয়ার গোলপোস্টের ডান দিকের মাটি কামড়ে বল জালে পাঠান। ব্যস উচ্ছ্বাসে মেতে ওঠে পুরো সাও পাওলোর অ্যারিনা কোরিন্থিয়াস স্টেডিয়াম, এমনকি ব্রাজিল।
ম্যাচের ৭১ মিনিটে নেইমারের দ্বিতীয় গোলে স্বাগতিক ব্রাজিল ২-১ গোলে এগিয়ে যায়। সর্বশেষ ক্রোয়েশীয়দের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠোকেন অস্কার। তার দেওয়া তৃতীয় গোলে ম্যাচ মীমাংসা হয় ৩-১ গোলে।
বাংলাদেশ সময়: ০৪০৪ ঘণ্টা, জুন ১২, ২০১৪