ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বুফনের খেলা নিয়ে শঙ্কা

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, জুন ১৪, ২০১৪
বুফনের খেলা নিয়ে শঙ্কা

ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে ইতালি। তবে ইতালির ভক্তদের জন্য দুঃসংবাদ হচ্ছে গোলকিপার গিয়ানলুইজি বুফনের খেলা নিয়ে শঙ্কা রয়েছে।

ট্রেনিং করতে গিয়ে অ্যাঙ্কেলে চোঁট পেয়েছেন তিনি।

২০০৬ বিশ্বকাপের জয়ের নায়ক বুফন চোঁটের কারণে পূর্বনির্ধারিত প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে উপস্থিত হননি। তার সিটে বসেছিলেন অ্যান্টনিও ক্যানড্রেভা। পাশে ছিলেন হেড কোচ সিজার প্রানডেল্লি।

কোচ নিজেই অধিনায়কের অ্যাঙ্কেলের আঘাতের কথা নিশ্চিত করেন।

কোচ বলেন, বুফনের আঘাত ততোটা মারাত্মক নয়। খুবই হালকা চোঁট। এখন তিনি থেরাপি নিচ্ছেন। সিরিয়াস কিছু না।

মাট্রিয়া ডি সিজলিও এর ইনজুরির পর দলে বুফনের অনুপস্থিতি ইতালিকে বেশ পোড়াবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই।

গোলকিপার হিসেবে বুফনের পরিবর্তে মাঠে রিজার্ভে রাখা হয়েছে সালভাটোর সার্জিও ও মাট্রিয়া পারলিনকে।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, জুন ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।