ঢাকা: দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে দ্রগবা মাঠে নামাতে যেন গর্জে উঠলো আইভরিকোস্ট! মাত্র ২ মনিটের ব্যবধানে দুটি গোল দিয়ে ২-১ গোলে এগিয়ে গেল।
প্রথমার্ধে জাপান ১-০ গোলে এগিয়ে থাকলেও খেলার ৬৪ ও ৬৬ মিনিটে পরপর দুই গোল করেন উইলফ্রাইড বনি ও শিনজি কাগাওয়ার।
আর জাপানের হয়ে ১৬ মিনিটে একমাত্র গোলটি করেন কেইসুক হোন্ডা।
রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় জাপানের খেলার মধ্য দিয়ে এবারের আসরের প্রথম কোনো এশিয়ান দলের খেলা শুরু হয়েছে।
এশিয়াবাসীর জন্য দিনটি বেশ গুরুত্বপূর্ণ।
আর বিশ্লেষকদের ভাষায়, এ ম্যাচটি হবে বিশ্বকাপের এ পর্যন্ত সবচেয়ে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলা।
আর এ গুরুত্বপূর্ণ ম্যাচে এশিয়ার জয়ই কাম্য সবার।
জাপান ও আইভরিকোস্ট দুই দলই এ ম্যাচে খেলছে আক্রমনাত্মক ফুটবল। তবে জাপানের সমন্বয় ফুটবল বেশ নজর কেড়েছে। এ দুই দলের মধ্যে লড়াইটা বেশ জমেও উঠেছে।
আইভরি কোস্ট একাদশ
বুবাকার ব্যারি (১), আর্থার বোকা (৩), দিদিয়ার জোকোরা (৫), সের্গে অরিয়ার (১৭), বামবা সুলাইমান (২২), ইসমায়েল চেইক টিটো (৯), ইয়া তোরে (১৯), জিওফ্রে সেরে ডাই (২০), সলোমন কালু (৮), গারভিনহো (১০), উইলফ্রাইড বনি (১২)।
কোচ: লামুসি সাবর্ড়ি (ফ্রান্স)।
জাপান একাদশ
ইজি কাশিমা (১), আতসুতো উচিদা (২), ইউন্তু নাগাতোমো (৫), মাসাতো মরিশিগে (৬), মায়া ইয়োশিদা (২২), কেইসুক হোন্ডা (৪), শিনজি ওকাজাকি (৯), শিনজি কাগাওয়া (১০), হোতারু ইয়ামাগুচি (১৬), মাকোতো হাসেবে (১৭), ইউয়া ওসাকো (১৮)।
বাংলাদেশ সময়: ০৮০২ ঘণ্টা, জুন ১৫, ২০১৪