ঢাকা: নেইমারের শূন্যস্থানে খেলানোর জন্য চেলসি মিডফিল্ডার উইলিয়ানকে নির্বাচন করেছিলেন ব্রাজিল দলের কোচ লুই ফেলিপে স্কলারি। কিন্তু অনুশীলনে চোট পাওয়ায় এবার উইলিয়ানকেও একাদশে পাচ্ছেন না ফেলিপাও।
জার্মানির বিপক্ষে ম্যাচকে সামনে রেখে চলা অনুশীলনে চোট পেয়েছেন উইলিয়ান। নেইমারের পর এবার উইলিয়ানের ইনজুরি ব্রাজিল দলকে আরও বেশি ভাবিয়ে তুলেছে।
জার্মানির বিপক্ষে সেমিফাইনালের ম্যাচকে সামনে রেখে গ্রাঞ্জা কোমারি ট্রেনিং সেন্টারে চলা অনুশীলনে চোট পান উইলিয়ান।
বিশ্বকাপ থেকে নেইমারের ছিটকে পড়ার পর ব্রাজিল দলের অধিনায়ক থিয়াগো সিলভা বলেছিলেন, আমি নিশ্চিত যে দলে ভাল অতিরিক্ত খেলোয়াড় রয়েছে। আমি উইলিয়ানের ওপর ভরসা করি, তারও নেইমারের মতো প্রতিভা রয়েছে। আশা করি সে নেইমারের শূন্যস্থান পূরণ করতে পারবে।
এখন দেখার বিষয় উইলিয়ান শেষ পর্যন্ত খেলতে পারেন কিনা। যদি খেলেও তাহলে নেইমারের শূন্যস্থান কি পূরণ করতে পারবে?
বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৪