ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্রাজিলের ফাউল’কে ভয় লো’র

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, জুলাই ৮, ২০১৪
ব্রাজিলের ফাউল’কে ভয় লো’র

ঢাকা: বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার রাতে মুখোমুখি হবে জোয়াকিম লো’র জার্মানি এবং স্বাগতিক ব্রাজিল। সাম্প্রতিক সময়ের ব্রাজিলের ‘ভয়ঙ্কর’ বাধা প্রদানকে ভয় করছেন জার্মানির এ কোচ।



ব্রাজিল-জার্মানির ম্যাচের দায়িত্বে রয়েছেন সুয়ারেজের ‘কামড়’ কাহিনীর ঘটনা মাঠে থেকেও দেখতে না পারা মেক্সিকান রেফারি মার্কো রদ্রিগেজ।

কোয়ার্টার ফাইনালে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচের মধ্যে ছিল ফাউলের ছড়াছড়ি। সেটা প্রত্যক্ষ করেছেন লো। দুই দলের এ অবৈধ বাধা প্রদানের ঘটনাগুলোকে তিনি বলেছেন ‘পাশবিক এবং অতিরিক্ত’।

তিনি আরো বলেন, ‘আমি আশা করি কিংবা আমার চাওয়াও বলতে পারেন, ম্যাচের দায়িত্বে থাকা রেফারি রদ্রিগেজকে তার এক চোখ খুলে রাখতে হবে অবৈধসব বাধাকে রুখতে। ’

একটি কঠিন ফাউল ম্যাচকে শেষ করে দিতে পারে জেনে লো বলেন, ‘এখানে অনেক কঠিন ফাউল হচ্ছে। আমাদের সামনেই এমনটা ঘটে যেতে পারে। ম্যাচ ধ্বংস করে দিতে কিছু খেলোয়াড় থাকে, যারা শারিরীক দিক দিয়ে শক্তসমর্থ। ’

দলের মূল লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে, যদি আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারি তাহলে অবশ্যই ফাইনালে যেতে পারব। আর সেটা মন্দ হবে না। ’

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ৮ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।