ঢাকা: জার্মানির বিপক্ষে ব্রাজিলের ৭-১ গোলে হেরে বিশ্বকাপের স্বপ্ন শেষ হওয়ার পর জার্মানির মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টেইগার স্বাগতিক দল ও তাদের দেশের মানুষের কাছে দু:খ প্রকাশ করেছেন।
প্রথম সেমিফাইনালের প্রথম ২৯ মিনিটে জার্মানি-ব্রাজিলের স্কোর হয় ৫-০।
বায়ার্ন মিউনিখের হয়ে খেলা জার্মান ফুটবল তারকা শোয়েনস্টেইগার এ ফলের পর ব্রাজিলের সমর্থকদের কাছে সাধারণ ক্ষমা চেয়ে বলেন, ‘আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমরা ম্যাচের এমন ফলাফল আশা করিনি। আমরা চেষ্টা করেছি তাদের বিপক্ষে গোল করতে। তবে সেটা তাদের প্রতি সম্মান রেখেই। ’
জার্মানির হয়ে ১০৭ ম্যাচে মাঠে নামা ২৯ বছর বয়সী এ মিডফিল্ডার আরো বলেন, ‘ব্রাজিলের মতো আমাদেরও স্বপ্ন বিশ্বশিরোপার স্বাদ পাওয়া। আমরা ব্রাজিলের সকল মানুষকে পছন্দ করি। আর এ আসরে ব্রাজিল দল বেশ বড় ভূমিকা রেখেছে। ’
এই ম্যাচে জয়ের ফলে জার্মানি উঠে গেল তাদের স্বপ্নের ফাইনালে। আগামী ১৩ জুলাই রিওডি জেনিরোতে আর্জেন্টিনা বা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তারা।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ৯ জুলাই ২০১৪