কলকাতা: ইনজুরি সারাতে আয়ুর্বেদ চিকিৎসার জন্য ভারতের কেরালায় আসছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার!
মঙ্গলবার কেরালার বিভিন্ন টিভি চ্যানেলে এমন খবর প্রচার করা হয়। চিকিৎসার জন্য ব্রাজিলীয় এই তারকা নাকি ভারতে আসবেন।
খবরে এও জানানো হয়, ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন কেরালার মুখ্যমন্ত্রী উমেন চণ্ডীর সঙ্গে যোগাযোগও রাখছে।
কিন্তু প্রকৃত ঘটনা ভেঙে বলেন উমেন চণ্ডী। তিনি বলেন, এমন কিছুই এখনো ঘটেনি। কেরালার ফুটবলপ্রেমীরা নেইমারের আয়ুর্বেদ চিকিৎসা করানোর জন্য ভারত সরকারকে ব্রাজিলে প্রস্তাব পাঠানোর আবেদন জানান।
মুখ্যমন্ত্রী বলেন, আমি স্বাস্থ্যমন্ত্রী ভিএস সিভাকুমারের সঙ্গে কথা বলেছি। তিনি এখানকার শীর্ষ আয়ুর্বেদ কলেজের ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন। তারা এরইমধ্যে ইন্টারনেটের মাধ্যমে নেইমারের চিকিৎসার সব কাগজপত্র হাতে পেয়েছেন। নিজেদের মধ্যে আলোচনাও করেছেন।
আমরা এ বিষয়ে মিডিয়াকে পরে জানাতে চেয়েছিলাম। কিন্তু এরইমধ্যে সব ফাঁস হয়ে গেছে।
তিনি মিডিয়াকে আরও বলেন, আপনারা এটা ভুলবাবে ব্যাখ্যা করবেন না। আমরা শুধু নেইমারের জন্য একটি প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছি।
সিদ্ধান্ত হলে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৪