ঢাকা: জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের বলেছেন, তাদের দল সেমিফাইনালের আগে অনেক চিন্তিত ছিল। তারা স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে স্নায়ুযুদ্ধে ভুগছিলেন বলেও জানান ন্যুয়ের।
সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে ৭-১ গোলের বিশাল জয় পায় জার্মানি। ম্যাচে জোড়া গোল করেন টনি ক্রস এবং আন্দ্রে শ্যুরল। এছাড়া একটি করে গোল পান থমাস মুলার, মিরোস্লাভ ক্লোসা এবং সামি খেদিরা। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেছিলেন অস্কার।
জার্মানির হয়ে ৫১ ম্যাচে গোলবারের নিচে দায়িত্ব পালন করা ন্যুয়ের বলেন, ‘ম্যাচের আগে আমরা সকলে বেশ চিন্তিত ছিলাম। একটু নার্ভাসও ছিলাম। আপনি পরিকল্পনা করতে পারেন, তবে মাঠে যেটি ঘটেছে, সেটির সম্ভাবনা কম ছিল। আমরা স্বাগতিকদের বিপক্ষে সেমিফাইনালে খেলছি, এটা আমাদের নিকট অনেকটা স্নায়ুবিক যুদ্ধের ন্যায় ছিল। কারণ ব্রাজিলের ফুটবল ইতিহাস অনেক ভালো। ’
শালকে এবং বায়ার্ন মিউনিখের হয়ে ২৭৭ ম্যাচে গোলরক্ষকের দায়িত্ব পালন করা ২৮ বছর বয়সী এ গোলরক্ষক বলেন, ‘আমরা মাঠে ভালো খেলার জন্য আগ্রহী ছিলাম এবং চেষ্টা করেছিলাম কিছু করে দেখাতে। ’
ন্যুয়ের মনে করেন, সেমিফাইনালের এ ম্যাচটি মূলত শেষ হয়ে গিয়েছে প্রথমার্ধে। জার্মানি এ সময় ৫-০ গোলে এগিয়ে ছিল। তিনি বলেন, ‘এ সময় আমরা বেশ সন্তুষ্টিতে ড্রেসিং রুমে অবস্থান করছিলাম। আমরা সকলে তখন বুঝতে পেরেছিলাম যে, আমাদের যা করার দরকার তা ইতোমধ্যেই করেছি। তবে বাকি ৪৫ মিনিট নিয়েও আমরা বেশ সতর্ক ছিলাম। আমরা আশা করেছিলাম তারা ম্যাচে ফিরে আসুক। এটা লজ্জাজনক যে শেষ মুহূর্তে আমি একটি গোল রুখে দিতে পারিনি। ’
বিশ্বশিরোপাকে দেশের মাটিতে নিয়ে যেতে এবার জার্মানি ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ১০ জুলাই ২০১৪