ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ফুটবল

রিয়াল নিয়ে কথা বলার সময় নেই রোনালদোর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
রিয়াল নিয়ে কথা বলার সময় নেই রোনালদোর ক্রিস্টিয়ানো রোনালদো- ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ ম্যাচে পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে রোনালদোর বর্তমান ক্লাব জুভেন্টাস। এই ম্যাচকে সামনে রেখে প্রেস কনফারেন্সে বিরল এক হাজিরা দিলেন এই পর্তুগিজ তারকা। তবে সেখানে নিজের সাবেক দল রিয়ালের বর্তমান অবস্থা নিয়ে কোনো মন্তব্য করতে অনীহা প্রকাশ করলেন তিনি।

কথা বলতে না চাইলেও প্রসঙ্গক্রমে রিয়ালের নাম তার কথায় ঠিকই উঠে আসে, চলে আসে বর্তমান ঠিকানার সঙ্গে রিয়ালের তুলনাও। তবে রিয়াল আর তার চিন্তার বিষয় নয় বলেই জানালেন তিনি।

গত গ্রীষ্মে রিয়াল ছেড়ে রোনালদোর জুভেন্টাসে পাড়ি দেওয়ার পর তার বদলে শুধু মারিয়ানো দিয়াসকে দলে নিতে পেরেছে রিয়াল। কিন্তু তাদের সেই সিদ্ধান্ত এখন উল্টো ফল দিচ্ছে। প্রতিপক্ষের গোলমুখ খুলতে হিমশিম খাচ্ছে এখন রিয়ালের আক্রমণভাগ। গত শনিবার (২০ অক্টোবর) রাতে লেভান্তের বিপক্ষে ম্যাচে দীর্ঘ সময় পর রিয়ালের একমাত্র গোলটি এসেছিল ডিফেন্ডার মার্সেলোর পা থেকে!

রোনালদোবিহীন রিয়ালের সাম্প্রতিক এক ধুঁকতে থাকা অবস্থা সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হলে রোনালদো বলেন, ‘আমি রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসের মধ্যে তুলনা করতে চাই না। দুটি অবিশ্বাস্য ও অসাধারণ ক্লাব। ’

‘আমি জুভেন্টাসের মতো বিখ্যাত ক্লাবের অংশ হতে পেরে খুবই খুশি এবং ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের পর এটা আমার জীবনের নতুন একটা অধ্যায়। ’

‘আর রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলার জন্য এটা সঠিক সময় নয়। ’

‘রিয়াল মাদ্রিদ নিয়ে আমার কথা বলার কথা নয়। ’

ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়ার পর রিয়ালের স্প্যানিশ তারকা ইসকো বলেছিলেন, ‘যে ক্লাবে থাকতে চায় না তার জন্য রিয়াল মাদ্রিদ কাঁদতে পারেনা। ’

ইসকোর কথার জবাবও দেন রোনালদো। ‘মনে হচ্ছে এটা আমার জন্য ঠিকই আছে। ’

এরপরই তাকে নিয়ে ওঠা ধর্ষণের অভিযোগ নিয়ে কথা বলতে হয় তাকে। তবে সংবাদ মাধ্যমের করা প্রশ্নের জবাবে রোনালদো বলেন, ‘আমরা দুই সপ্তাহ আগেই এই বিষয়ে বিবৃতি দিয়েছি। ’

‘অবশ্যই আমি এই বিষয়ে মিথ্যা বলব না। আমি ও আমার আইনজীবীরা এই বিষয়ে আত্মবিশ্বাসী। ’

‘সত্য সবসময় সবার আগে থাকে। আমি জানি আমি মাঠে ও মাঠের বাইরে একটা উদাহরণ। ’

‘আমি খুশি, আমি ধন্য, আমি দারুন একটা ক্লাবে খেলি, আমার দারুন একটা পরিবার আছে, আমি স্বাস্থ্যবান, আমার সব আছে। বাকি কোনকিছু আমাকে স্পর্শ করে না। ’
এবারের ব্যালন ডি’অর তার ভাগ্যে যাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বিশেষ করে তার সাবেক ক্লাব সতীর্থ লুকা মদ্রিচ কিংবা ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা তথা এমবাপ্পে, গ্রিজমানদের নিয়েই আলোচনা হচ্ছে বেশি। বিশ্বসেরার খেতাব হারানো নিয়ে অবশ্য রোনলদো মোটেও ভাবতে চান না।

‘এটাই (ব্যালন ডি’অর) সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস নয়। আমি ব্যক্তিগত পুরস্কার নিয়ে মোটেও হতাশ নই। জুভেন্টাসে আমার গত দুই মাস ছিল খুবই অসাধারণ এবং সবকিছু ভালোই চলছে। মানিয়ে নেওয়াটা বেশ ভালোভাবেই এগিয়েছে। পুরস্কার সব নয়, এটা কোনো সমস্যা নয়। ’

মঙ্গলবার (২৩ অক্টোবর) রাতে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন তিনি। ম্যাচটা রোনালদোর কাছে অনেকে আবেগের। সংবাদ সম্মেলনে কথা বললেন এই ম্যাচ নিয়েও।

‘এখানে ফিরে আসা আমার কাছে অনেক বড় আবেগের বিষয়। আমি এখানকার সব ইতিহাস জানি, এমি এখানে ট্রফিও জিতেছি। ’

নিজের সাবেক গুরু তথা ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার আলেক্স ফার্গুসনের সঙ্গে তার সম্পর্ক ছিল অনেক গভীর। নিজের তারকা হয়ে ওঠার পেছনে যাকে মূল কৃতিত্ব দেন রোনালদো। ফার্গিকে তিনি কোনোদিনই ভুলতে পারবেন না বলেও  
জানালেন।

‘স্যার অ্যালেক্স ফার্গুসন এমন একজন যাকে আম কোনোদিনই ভুলতে পারব না এবং আমি তাকে শুভকামনা জানাতে চাই। ’

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে এসে ম্যাচ নিয়ে নিজের ভাবনা জানাতে গিয়ে রোনালদো বলেন, ‘এটা একটা কঠিন ম্যাচ হবে। ’

‘ম্যানচেস্টার ইউনাইটেড অনেক শক্ত একটা দল, কিন্তু কোচ যেভাবে যান সেভাবে যদি খেলতে পারি তাহলে আমাদের জেতার ভালো সুযোগ আছে। যাই হোক, প্রতিপক্ষকে ছোট করে দেখার সুযোগ নেই। ’

শেষ বাক্যটা দিয়ে ওল্ড ট্রাফোর্ডকে কী প্রচ্ছন্ন হুমকিই দিয়ে রাখলেন ‘সিআর সেভেন’?

আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে জুভেন্টাস।

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ ‘এইচ’র শীর্ষ দুই অবস্থান জুভেন্টাস ও ম্যানইউয়ের। একদম ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভিরা। আর ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্র ও ইয়ং বয়েজের বিপক্ষে জয়ে ২ পয়েন্ট পিছিয়ে রেড ডেভিলরা।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।