ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদোকে নিয়ে ঝুঁকি নিতে চাননি কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
রোনালদোকে নিয়ে ঝুঁকি নিতে চাননি কোচ রোনালদোকে নিয়ে ঝুঁকি নিতে চাননি কোচ

রাশিয়ান ক্লাব লোকোমোতিভ মস্কোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নেমেছিল জুভেন্টাস। ম্যাচের ৮১তম মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোকে তুলে নিয়ে জুভি কোচ মাউরোসিও সারি মাঠে পাঠান আর্জেন্টাইন তারকা পাওলো দিবালাকে। কোচের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি পর্তুগিজ তারকা রোনালদো।

মাঠ ত্যাগের সময় নিজের হতাশা লুকাননি রোনালদো। সাইডবেঞ্চে বসার পরও ক্ষোভ প্রকাশ করেন সিআর সেভেন।

কোচের সঙ্গে হালকা বাদানুবাদে জড়ান।

এ ব্যাপারে জুভি কোচ সারি কথা বলেছেন। শিষ্যর এমন হতাশা প্রকাশ ভালো চোখে না নিলেও এটাকে ম্যাচের অংশ বলেই জানিয়েছেন তিনি। সারি জানান, ‘মাঠে রোনালদো বার বার বিরক্তি প্রকাশ করছিল। আমি বুঝতে পারছিলাম সে শারীরিকভাবে কিছুটা অস্বস্তি অনুভব করছে। গত কয়েকদিন ধরেই সে গোড়ালির চোটে ভুগছে। আমার মনে হচ্ছিল সে পুনরায় গোড়ালিতে চোট পেতে পারে। ’

সারি আরও যোগ করেন, ‘প্রথমার্ধে রোনালদো বেশ কিছু ঝুঁকি নিয়েছিল। তার ব্যাপারে আমি কিছুটা ভীত ছিলাম। দ্বিতীয়ার্ধে যখন দেখলাম সে অস্বস্তি অনুভব করছে তখন তাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেই। আমার মনে হচ্ছিল সে নিজের ক্ষতি করতে যাচ্ছে। ’

রুশ ক্লাবটির ঘরের মাঠে অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমে শেষ সময়ের গোলে জয় পায় তুরিনের বুড়ি খ্যাত জুভেন্টাস। যোগ করা অতিরিক্ত সময়ের গোলে ইতালির জায়ান্ট জুভিরা ২-১ গোলের জয় তুলে নেয়। প্রথম দেখায় নিজেদের মাঠে দলটিকে একই ব্যবধানে হারিয়েছিল সারির শিষ্যরা।

ম্যাচের তৃতীয় মিনিটে লিড নেয় জুভিরা। অতিথিদের এগিয়ে নেন অ্যারন রামসে। রোনালদো নেওয়া ফ্রি-কিক ক্লিয়ার করতে পারেননি স্বাগতিক গোলরক্ষক গিলেরমো। বল যখন গোললাইন অতিক্রম করছে তখনি আলতো টোকা দিয়ে রোনালদোর গোলে ভাগ বসান রামসে। ১২ মিনিটের মাথায় আলেকসেই মিরানচুকের হেডে সমতায় ফেরে মস্কো।  যোগ করা অতিরিক্ত সময়ে ব্রাজিল তারকা কস্তা (৯৩ মিনিট) গোল করলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।