রিয়ালে বিদেশি ফুটবলারদের মধ্যে মার্সেলো এখন দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা তারকা। তবে শিগগিরই শীর্ষে পৌঁছে যাবেন এই ডিফেন্ডার।
মার্সেলো এর আগে ২০০৭ সালে রিয়ালের জার্সিতে প্রথমবার মাঠে নামেন। তবে ধীরে ধীরে নিজেকে নিয়ে যান ক্লাবের শীর্ষ পর্যায়ে। বর্তমানে তিনি লস ব্ল্যাঙ্কোসদের সহ-অধিনায়কের দায়িত্বও পালন করছেন।
ঐতিহ্যবাহী রিয়ালের জার্সি পরে মার্সেলো এখন পর্যন্ত চারটি চ্যাম্পিয়নস লিগ, চারটি ক্লাব বিশ্বকাপ, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ, চারটি লা লিগা, দুটি কোপা দেল রে ও দুটি স্প্যানিশ সুপার কাপের ট্রফি জিতেছেন।
৫০০ ম্যাচ খেলে মার্সেলো ৩৪৫টি ম্যাচই জিতেছেন। যেখানে তার গোল সংখ্যা ৩৬টি।
এই ৫০০ ম্যাচের মধ্যে ৩৫০টি তিনি খেলেছেন লিগে, ৯৭টি চ্যাম্পিয়নস লিগে, ৩২টি কোপা দেল রে, ৮টি ক্লাব বিশ্বকাপে, ৯টি স্প্যানিশ সুপার কাপে ও ৪টি ইউরোপিয়ান সুপার কাপে।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এমএমএস