ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

লিভারপুলকে প্রথম হারের স্বাদ দিল ওয়াটফোর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, মার্চ ১, ২০২০
লিভারপুলকে প্রথম হারের স্বাদ দিল ওয়াটফোর্ড ছবি:সংগৃহীত

চলতি মৌসুমে উড়তে থাকা লিভারপুলকে মাটিতে টেনে নামাল পুঁচকে ওয়াটফোর্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের প্রথম হারের স্বাদ দিল নিচের সারির দলটি। ঘরের মাঠে লিভারপুলকে শুধু হারানো নয়, একেবারে ৩-০ গোলে বিধ্বস্তই করেছে ওয়াটফোর্ড।

সমীকরণ অনুযায়ী এ ম্যাচসহ নিজেদের শেষ ১১ ম্যাচের ৪টিতে জিতলেই কোনো হিসেব ছাড়া ১৯৯০ সালের পর প্রথমবার প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তুলবে লিভারপুল। এছাড়াও লিগে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড নিজেদের একার করে নেওয়ার সুযোগ ছিল দলটির।

তবে সেটি আর হলো না। আগের ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারিয়ে ২০১৭ সালে ম্যানচেস্টার সিটির গড়া টানা ১৮ জয়ের রেকর্ড ছুঁয়েছিল অল রেডস খ্যাত দলটি।

অতিথি হিসেবে খেলতে নামা লিভারপুল অবশ্য প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে খেলে। কয়েকবার ওয়াটফোর্ডও আক্রমণে যায়। তবে বেশ কয়েকটি চেষ্টা ব্যর্থ হলে গোলশূন্য থেকেই বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নেয় স্বাগতিক ওয়াটফোর্ড। ৫৪তম মিনিটে আবদুলাই দুকুরের সহায়তা গোল করে দলকে এগিয়ে দেন ইসমাইলা সার। আর ছয় মিনিট পরেই ইসমাইলা ব্যবধান দ্বিগুণ করে নিজের জোড়া গোল পূর্ণ করেন। লিভারপুল গোলরক্ষক আলিসনের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান তিনি।

আক্রমণের ওপর থাকা ওয়াটফোর্ড ৭২ মিনিটে আরও একটি গোল দিয়ে প্রতিপক্ষের হার নিশ্চিত করে। ৭২তম মিনিটে সারের ব্যাক পাস থেকে লক্ষ্যভেদ করেন ডেনি।

২৮ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে লিভারপুল। আর পাঁচ ম্যাচ পর জয় পাওয়া ওয়াটফোর্ড ২৭ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চল থেকে সরে এসেছে।

লিগের আরেক ম্যাচে এএফসি বোর্নমাউথের মাঠ থেকে ২-২ ড্র নিয়ে ফিরেছে চেলসি। ৪৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।