ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভিআইপি লাউঞ্জে বসে মেসিদের পরাজয় দেখলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ২, ২০২০
ভিআইপি লাউঞ্জে বসে মেসিদের পরাজয় দেখলেন রোনালদো ভিআইপি লাউঞ্জে বসে এল ক্লাসিকো দেখছেন রোনালদো: ছবি-সংগৃহীত

করোনা ভাইরাসের কারণে বাতিল হয়েছে জুভেন্টাস বনাম ইন্টার মিলানের সিরি আ’ লিগের ম্যাচ। অবসর সময়টা কাটানোর জন্য ক্রিস্টিয়ানো রোনালদো ওড়ে এলেন স্পেনে। আর জুভেন্টাসে যোগ দেওয়ার পর প্রথমবার পুরনো ঠিকানা সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরেই বার্সেলোনার পরাজয় উপভোগ করলেন পর্তুগিজ উইঙ্গার। 

টানা ১০ বছর বার্নাব্যুতে কাটিয়েছেন রোনালদো। গত বছর বিতর্কিতভাবে ৯৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে তুরিনে চলে যান ৩৫ বছর বয়সী উইঙ্গার।

আর যখন ফিরলেন তখনই রিয়ালের ভিআইপি লাউঞ্জে বসে দেখলেন পুরনো শত্রু বার্সার পরাজয়। চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির নতমুখে মাঠ ছাড়া।  

সাবেক সতীর্থকে পেয়ে যেন উজ্জীবিত ছিলেন লস ব্লাঙ্কোসরা। শনিবার (০১ মার্চ) দিবাগত রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুর এল ক্লাসিকোতে বার্সাকে ২-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল। ম্যাচটিতে ৭১ মিনিটে দলের প্রথম গোলটি করে সাবেক সতীর্থ রোনালদোর মতোই উদযাপন করলেন ভিনিসিয়ুস জুনিয়র।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।