দ্বিতীয় রাউন্ড আগেই নিশ্চিত করে ফেলেছিল ম্যানচেস্টার সিটি। এবার পর্তুগিজ চ্যাম্পিয়ন পোর্তোর মাঠে গোলশূন্য ড্র করেও ‘সি’ গ্রুপে শীর্ষে থেকে শেষ ষোলোতে গেল সিটিজেনরা।
পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করলেও গোল পায়নি সিটি। হতাশাপূর্ণ ৮০ মিনিট যাওয়ার পর বদলি হিসেবে মাঠে নেমে হেডে গোলের সুযোগ সৃষ্টি করেছিলেন গ্যাব্রিয়েল জেসুস। কিন্তু তার সেই প্রচেষ্টা বাতিল হয়ে যায় হোয়াও কান্সেলো অফসাইডে থাকায়।
শেষ ষোলো আগে থেকে নিশ্চিত করে ফেলায় ম্যাচটিকে অত গুরুত্বের সঙ্গে নেননি ইতিহাদের কোচ পেপ গার্দিওলা। বেঞ্চে বসিয়ে রেখেছিলেন কেভিড ডি ব্রুইন, রিয়াদ মাহরেজ, গুন্দোগানদের মতো তারকাদের।
গ্রুপ পর্বে সিটির ম্যাচ বাকি আছে আর একটি। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছ পোর্তোও। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে পর্তুগিজ ক্লাবটি। যথাক্রমে তিন ও চারে থাকা অলিম্পিয়াকোস ও মার্শেই’র পয়েন্ট সমান ৩ করে।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
ইউবি