এক শহরের দুই ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী। মুখোমুখি হওয়ার আগে যেখানে লড়াই হয়ে যায় মাঠের বাইরে।
তবে এবার সেই উত্তেজনার ছিঁটেফোঁটাও ছিল না দুই নগর প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে। ম্যানচেস্টার ইউনাইটেড বনাম ম্যানচেস্টার সিটির ৯০ মিনিটের মাঠের যুদ্ধও হয়েছে ম্যাড়ম্যাড়ে।
শনিবার (১২ ডিসেম্বর) রেড ডেভিলদের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে নিরানন্দ ম্যানচেস্টার ডার্বি ড্র হয়েছে গোলশূন্য ব্যবধানে। করোনার কারণে ম্যাচটি হয়েছে ‘ক্লোজড ডোর’ বা দর্শকবিহীন।
জিতলে পয়েন্ট তালিকায় ইউনাইটেডকে টপকে যাওয়ার সুযোগ ছিল সিটির। চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পেপ গার্দিওলার শিষ্যরা আছে আটে। সমান ম্যাচে তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে সাতে ইউনাইটেড।
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
ইউবি