প্রতিবেশী দেশ ইউক্রেনের ওপর সর্বাত্মক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। রুশ বাহিনীর আক্রমণে বহু ইউক্রেনীয়র মৃত্যু সংবাদ পাওয়া যাচ্ছে।
ইউক্রেনের সামরিক বাহিনী শুরু থেকেই রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে। এরপর ধীরে ধীরে সেখানকার সাধারণ মানুষও অস্ত্র হাতে তুলে নিতে শুরু করেন। বাদ যাননি ক্রীড়াক্ষেত্রের তারকারাও। তাদের কেউ কেউ আবার যুদ্ধে প্রাণ হারিয়েছেন। এর মধ্যে দুজন ফুটবলারের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে পেশাদার ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন (ফিফপ্রো)।
ফিফপ্রো জানিয়েছে, গত শুক্রবার ভিটালি সাপিলো (২১) এবং দিমিত্রি মার্টিনেঙ্কো (২৫) নামের ওই দুই তরুণ ফুটবলার রুশ সামরিক বাহিনীর হামলায় মৃত্যুবরণ করেন। এর মধ্যে সাপিলো ইউক্রেনের ঘরোয়া শীর্ষ লিগের ক্লাব কার্পাথিয়ানস লভিভের বয়সভিত্তিক দলে খেলতেন। আর মার্টিনেঙ্কো খেলতেন রাজ্যভিত্তিক ক্লাব এফসি গোস্টোমেলে। রুশ বাহিনীর হামলার সময় নিজ বাড়িতেই ছিলেন তিনি।
এদিকে 'বিবিসি'-এর খবরে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে অন্তত ১৩৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এরমধ্যে ১৩ শিশুও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র লিজ থ্রোসেল বলেন, প্রকৃত মৃত্যুর সংখ্যা অনেক বেশি হতে পারে। এছাড়াও যুদ্ধে প্রায় ৪০০ মানুষ আহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ০২, ২০২২
এমএইচএম