ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেক্সিকান ফুটবলে ভয়াবহ মারামারি; নিহত ২, আহত ২২

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
মেক্সিকান ফুটবলে ভয়াবহ মারামারি; নিহত ২, আহত ২২

মেক্সিকোর ফুটবল লিগে দুই ক্লাবের সমর্থকদের মাঝে ভয়াবহ মারামারি হয়েছে। এতে অন্তত ২জন মারা গেছেন।

আহত হয়েছেন আরও ২২জন। এমন খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

মেক্সিকো সিটির উত্তর-পশ্চিমের শহর কুয়েরেতরোর স্টেডিয়ামে স্থানীয় ক্লাব ও আতলাসের মধ্যকার ম্যাচটির ভয়াবহতা আঁচ করতে পেরে দ্বিতীয়ার্ধের কিছুক্ষণ পরেই বন্ধ করে দেওয়া হয়। এসময় সফরকারী দল ১-০ গোলে এগিয়ে ছিল।

বিভিন্ন ফুটেজে দেখা যায় দুদলের সমর্থকরা বেশ আক্রমণাত্মক হয়ে ওঠেন। একজন আরেকজনের দিকে চেয়ার, ক্যান ভারী দণ্ড নিক্ষেপ করতে থাকেন। কতৃপক্ষ জানায় এসময় অন্তত ২২জন আহত ও ২ জনের অবস্থা খুবই খারাপ।

তবে আনঅফিসিয়ালি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এও জানা যাচ্ছে যে, ঘটনায় ১৭জন নিহত ও ৪৪জন আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।