ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ভারত

ত্রিপুরায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল দিনমজুরের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, মে ১০, ২০২৩
ত্রিপুরায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল দিনমজুরের

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় আবারো বন্য হাতির আক্রমণে প্রাণহানির ঘটনা ঘটলো।

বুধবার (১০ মে) রাজ্যের খোয়াই জেলার তেলিয়ামুড়া থানার ভূমিহীন কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতের নাম বিহারী কর্মকার (৫৬)। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

তার পরিবারের লোকজন জানান, এদিন (১০ মে) স্থানীয় সময় বিকেল ৫টা নাগাদ এলাকার একটা শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন বিহারী কর্মকার। হঠাৎ করে পেছন থেকে একটি হাতি আক্রমণ করে বসে তাকে। তার চিৎকার শুনে স্থানীয়রা জড়ো হন সেখানে। লোকজনের উপস্থিতি বুঝে কিছুক্ষণ পর হাতিটি জঙ্গলের দিকে চলে যায়। স্থানীয়রা এসময় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

কয়েক বছর আগে নিহত ব্যক্তির এক ছেলেও হাতির আক্রমণের শিকার হয়ে মারা যায়। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এলাকায়।  

কিছুদিন পরপর রাজ্যের বিভিন্ন এলাকায় হাতির আক্রমণ হচ্ছে। এমন ঘটনার পর বনদপ্তর থেকে সাধারণ জনগণকে বলা হয়, হাতির আক্রমণ প্রতিরোধ করার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর পরেই আবার হাতির আক্রমণের ঘটনা ঘটে।  

এলাকাবাসীর অভিযোগ, সাবির দাস তেলিয়ামুড়া এলাকার বন কর্মকর্তার দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বেশি হাতির আক্রমণের ঘটনা ঘটছে। তিনি শুধু মুখেই প্রতিশ্রুতি দেন কিন্তু বাস্তবে আক্রমণ রোধের জন্য কোনো কাজই করছেন না।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মে ১০, ২০২৩
এসসিএন/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।