ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ত্রিপুরা সরকার শিক্ষার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে: মুখ্যমন্ত্রী 

স্টাফ করসেপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
ত্রিপুরা সরকার শিক্ষার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে: মুখ্যমন্ত্রী 

ভারতের শিক্ষা ব্যবস্থা খারাপ নয় বলে দাবি করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।

তিনি বলেছেন, গুণগতমান আরও বাড়ানোর লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) আগরতলার ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডিজ ইন এডুকেশনের (আইএএসই) হীরক জয়ন্তী বর্ষ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আগে একটা সময় ছিল যখন, সারা বিশ্বের শিক্ষার্থীরা ভারতের তক্কো শিলা নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে পড়াশোনা করতে আসত। কিন্তু বর্তমানে মানুষ ছেলে-মেয়েদেরকে বিদেশে পড়াশোনার জন্য পাঠায়। এতে তারা গর্ববোধ করে।

তবে ভারতের শিক্ষা ব্যবস্থা খারাপ নয়। গুণগতমান আরও বাড়ানোর লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরের সচিব শরদিন্দু শর্মা, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর গঙ্গা প্রসাদ প্রসাইন, আইএএসইর প্রিন্সিপাল ড. রত্না রায়, উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা, এন সি ই টির চেয়ারপার্সন অধ্যাপক নীলিমা ভগবতী প্রমুখ।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে প্রতিষ্ঠানের প্রাক্তন অধ্যাপক ও অধ্যাপিকাদের সংবর্ধনা দেওয়া হয়। সেইসঙ্গে প্রতিষ্ঠানের নতুন লোগোর মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানের শেষ দিকে মুখ্যমন্ত্রী প্রতিষ্ঠানের চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। দুই দিনব্যাপী এই অনুষ্ঠান শেষ হবে আজ।

বাংলাদেশ সময়: ০৮১৭ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
এসসিএন/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।