ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সেই ৩৭ কৃষক পরিবারে মাসের খাদ্য সহায়তা দিল বসুন্ধরা 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
সেই ৩৭ কৃষক পরিবারে মাসের খাদ্য সহায়তা দিল বসুন্ধরা 

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলায় বাংলাদেশ সমবায় ব্যাংক নামে একটি প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পাওয়া ৩৭ জন প্রান্তিক কৃষকের পরিবারে এক মাসের খাবারের জন্য নগদ টাকা সহায়তা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।

বুধবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় কালের কণ্ঠ শুভসংঘ ঈশ্বরদী উপজেলা শাখার আয়োজনে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়ন ভাড়ইমারী বটতলা এলাকায় ৩৭ জন কৃষকের হাতে নগদ টাকা তুলে দেওয়া হয়।

এসময় প্রত্যেক কৃষককে নগদ ৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৮৫ হাজার টাকা বিতরণ করা হয়।

প্রান্তিক ৩৭ জন কৃষকের হাতে এক মাসের খাবারের যোগান নগদ টাকা তুলে দেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য, বীর-মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি।


এর আগে ঋণ খেলাপি মামলায় গ্রেফতারি পরোয়ানায় থাকা ৩৭ জন কৃষকের মাঝে ১২ জন দরিদ্র প্রান্তিক কৃষককে গ্রেফতারের পর শুক্রবার (২৫ নভেম্বর) কারাগারে পাঠানো হয়।

রোববার (২৭ নভেম্বর) 'বসুন্ধরা গ্রুপ' ঋণের বাকি টাকা পরিশোধের দায়িত্ব নেওয়ার পর আইনি সহায়তা দেওয়ার পরিপ্রেক্ষিতেই পাবনা আমলী আদালত-২ ওই কৃষকদের জামিন মঞ্জুর করেন।

দৈনিক কালের কণ্ঠের শুভসংঘ, ঈশ্বরদী শাখার সভাপতি মাসুম পারভেজ কল্লোলের সভাপতিত্বে কালের কণ্ঠের শুভসংঘের ঈশ্বরদী শাখার উপদেষ্টা, এবং ঈশ্বরদী প্রতিনিধি শেখ মেহেদি হাসানের সঞ্চালনে বক্তব্য দেন, পাবনা-৪ আসনের সংসদ সদস্য, বীর-মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি, বঙ্গবন্ধু পদকপ্রাপ্ত কৃষক, সিদ্দিকুর রহমান ময়েজ, সাধারণ সম্পাদক আবুল হাশেম, বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির পাবনা জেলার সভাপতি, ঈশ্বরদী পৌর মেয়র ইসাহক আলী মালিথা, বঙ্গবন্ধু পদকপ্রাপ্ত কৃষক মোছা. নুরুন্নাহার, জাহিদুর রহমান জাহিদ, কালের কণ্ঠ শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আকবর রাজু, পাবনা জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া।  

এসময় উপস্থিত ছিলেন- কালের কণ্ঠ শুভসংঘ পাবনা জেলা শাখার উপদেষ্টা ও জেলা প্রতিনিধি প্রবীর কুমার সাহা, নিউজটোয়েন্টিফোরের পাবনা জেলা প্রতিনিধি আহমেদুল হক রানা, কালের কণ্ঠ শুভসংঘ ও ঈশ্বরদী শাখার সহ-সভাপতি আশেকুল ইসলাম পিয়াস, শাহরিয়ার নাফিজ স্মরণ, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম রাসেল, নারী বিষয়ক সম্পাদক, ফারজানা ফেরদৌস পুষ্প, সহ- নারী বিষয়ক সম্পাদক নুসরাত জাহান সূচনা, সমাজ কল্যাণ সম্পাদক মনিরুজ্জামান আলিপ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরাফাত জামান, ক্রীড়া সম্পাদক তানজীদ হাসান হৃদয়।

**আইনি সহায়তা নিয়ে পাশে দাঁড়াল বসুন্ধরা, জামিন পেলেন সেই ৩৭ কৃষক
** ঈশ্বরদীতে ঋণের মামলায় ১২ কৃষক জেলহাজতে 

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।