ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে চুরি হওয়া ৫ মোটরসাইকেলসহ চোর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
রাঙামাটিতে চুরি হওয়া ৫ মোটরসাইকেলসহ চোর আটক

রাঙামাটি: পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের ৫ সদস্যকে আটক করেছে রাঙামাটি কোতয়ালি থানা পুলিশ।  

বুধবার (৩০ নভেম্বর) বিকেলে রাঙামাটি কোতয়ালি থানা পুলিশ এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

আটক চোররা হলেন- শহিদুল ইসলাম (২০), মো: রুবেল (২৫), মো: ওসমান (২৫), মো: মুরাদ (২২) এবং  রিয়াজুল ইসলাম সিয়াম (২০)।

কোতয়ালি থানা পুলিশ জানায়, সম্প্রতি রাঙামাটি শহর থেকে মোটরসাইকেল চুরির অভিযোগে অভিযান চালানো হয়। চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাঙামাটি হতে চোরাইকৃত পাঁচটি মোটরসাইকেলসহ পাঁচজন চোরকে আটক করতে সক্ষম হই।

রাঙামাটি কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বলেন, আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ পাচ্ছি- রাঙামাটিতে মোটরসাইকেল চুরি হচ্ছে। এ অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এবার রাঙামাটি থেকে চোরাইকৃত পাঁচটি মোটরসাইকেলসহ পাঁচজন চোরকে আটক করি।

ওসি আরও বলেন, গত কয়েকদিনে এ পর্যন্ত আমরা ৭টি চোরাইকৃত মোটরসাইকেলসহ মোট ১০জন চোরকে আটক করতে সক্ষম হই।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘন্টা, নভেম্বর ৩০, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।