ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ইটবোঝাই ট্রলিতে ধাক্কা, বিকল হলো ট্রেনের ইঞ্জিন 

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
ইটবোঝাই ট্রলিতে ধাক্কা, বিকল হলো ট্রেনের ইঞ্জিন  ছবি: বাংলানিউজ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একটি ইটবোঝাই ট্রলিকে ধাক্কা দিয়ে বিকল হয়ে গেছে কমিউটার ট্রেনের ইঞ্জিন ।

বুধবার বিকেলে রহনপুর-রাজশাহী রেলপথের নাচোল উপজেলার কসবা এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রেনযাত্রীরা জানান, রাজশাহী থেকে বিকেল ৩টায় ছেড়ে আসা রহনপুরগামী কমিউটার ট্রেনটি গোলাবাড়ি স্টেশন পার হওয়ার পর কসবা নামক স্থানে প্রায় লাইনের উপর রাখা ইটবোঝায় ট্রলিতে সজোরে আঘাত করে। এতে  ইঞ্জিন বিকল হয়ে যায়। সংঘর্ষের সময় ইঞ্জিনের সামনে অংশ বেঁকে যায় এবং এ সময় প্রচণ্ড শব্দে ট্রেনযাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে কেউ আহত হননি।  

এ বিষয়ে রহনপুর স্টেশন মাস্টার-২ মামুনুর রশীদ জানান, আমনুরা থেকে একটি লাইট ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ট্রেনটিকে রহনপুর স্টেশনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এটি করা সম্ভব হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।