ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাসচালককে মারধর, সার্জেন্ট ক্লোজড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
বাসচালককে মারধর, সার্জেন্ট ক্লোজড

বরিশাল: ব‌রিশালের কেন্দ্রীয় বাস টা‌র্মিনাল নথুল্লাবা‌দে বাস পা‌র্কিং করা নিয়ে বাগ-বিতণ্ডায় এক চালককে মারধরের অভিযোগে ট্রা‌ফিক সার্জেন্ট মো. টুটুলকে ক্লোজড করে জেলা পু‌লিশ লাইন্সে সংযুক্ত করা হ‌য়ে‌ছে।

বুধবার (৩০ নভেম্বর) সন্ধ‌্যায় এ ঘটনা ঘটে।

এর পরপরই বিক্ষুব্ধ শ্রমিক‌রা ধর্মঘটের হুঁশিয়ারি দিলে রাতেই সা‌র্জেন্ট টুটুলকে ক্লোজড করা হয়।

ব‌রিশাল জেলা সড়ক প‌রিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফ‌রিদ হোসেন বাংলানিউজকে বলেন, সার্জেন্ট টুটুল আমাদের এক শ্রমিককে অহেতুক মারধর করে রক্তাক্ত করেছেন। আলী হোসেন নামে আর‌ফি প‌রিবহনের ওই চালককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথ‌মিক চি‌কিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার পর আমরা হুঁশিয়ারি দিয়েছি সা‌র্জেন্ট টুটুলের বিরুদ্ধে ব‌্যবস্থা নেওয়ার জন‌্য।

তি‌নি বলেন, সার্জেন্ট টুটুল বি‌ভিন্ন সময় বাসচালকদের হয়রা‌নি করেন। আমরা বিষয়‌টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের একা‌ধিকবার জা‌নি‌য়ে‌ছি।

ব‌রিশাল মেট্রোপ‌লিটন পু‌লি‌শের ট্রা‌ফিক বিভা‌গের উপ ক‌মিশনার তানভীর আরাফাত বাংলানিউজকে বলেন, আমাদের স‌চিব মহোদয় আস‌ছিলেন ব‌রিশালে। তখন রাস্তা ক্লিয়ার করতে সার্জেন্ট টুটুল বাসগুলো দ্রুত সরানোর কাজ কর‌ছিলেন। এর ম‌ধ্যে এক‌টি বা‌স সরানোর সময় ওই বাসের চালকের হাতে লা‌ঠির আঘাত লাগে। এ ঘটনায় শ্রমিকরা ক্ষুব্ধ হন। পরে সার্জেন্ট টুটুলকে ক্লোজড করা হয়। শ্রমিকরা লি‌খিত অভিযোগ দিলে বিভাগীয় ব‌্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ন‌ভেম্বর ৩০, ২০২২
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।