ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নীলফামারীর কিশোরী ঢাকায় উদ্ধার, গ্রেফতার ১ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
নীলফামারীর কিশোরী ঢাকায় উদ্ধার, গ্রেফতার ১ 

ঢাকা: নীলফামারীর জলঢাকা থেকে অপহরণ করা এক কিশোরীকে (১৫) রাজধানী ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে।  

একইসঙ্গে কিশোরী অপহরণকারী চক্রের প্রধান সদস্য মো. তুহিন ইসলামকে (২২) গ্রেফতার করেছে র‌্যপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই কিশোরীকে নিয়ে এক মাসের বেশি সময় ধরে বাড্ডায় আত্মগোপনে ছিলেন তুহিন।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

গণমাধ্যমকে তিনি জানান, গ্রেফতার তুহিন গত ৩১ ডিসেম্বর নীলফামারীর জলঢাকা থানার একটি অপহরণ মামলার ১ নম্বর পলাতক আসামি। তিনি অপহরনের মূলহোতা ও পরিকল্পনাকারী। তুহিন ভিকটিমকে নিয়ে উত্তর বাড্ডা এলাকায় আত্মগোপনে ছিলেন।  

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৩
পিএম/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।