ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দুই কেজি হেরোইনসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
দুই কেজি হেরোইনসহ আটক ২

ঢাকা: রাজধানীর দারুসসালাম থানার টেকনিক্যাল মোড় এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টার দিকে তাদের আটক করা হয়।

এ সময় হেরোইন পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

আটকরা হলেন- মো. আল আমিন ও মো. জুলমত।

ডিবি উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সাইফুল আলম মুজাহিদ জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে হেরোইনের চালান ট্রাকযোগে ঢাকায় আসছে, এমন সংবাদের ভিত্তিতে টেকনিক্যাল মোড় এলাকার একটি বাস কাউন্টারের সামনে অবস্থান নেয় পুলিশ। এ সময় একটি ট্রাক সেখানে এলে পুলিশের মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দিলে ট্রাক রেখে পালানোর সময় আল আমিন ও জুলমতকে আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে দুই কেজি ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।  

আটকরা চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তাদের নামে দারুসসালাম থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।