ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে সড়কে ঝরলো প্রাণ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
যাত্রাবাড়ীতে সড়কে ঝরলো প্রাণ

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলে প্রাইভেটকারের ধাক্কায় শাহাদাত হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল ৫টার দিকে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে প্রধান সড়কে ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন সন্ধ্যা সোয়া ৭টার দিকে তার মৃত্যু হয়।  

পথচারী মো. শাহানেওয়াজ জানান, মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনের প্রধান সড়কে রাস্তা পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এসময় দ্রুতগতির একটি প্রাইভেটকারেরর ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

মৃত ব্যক্তির বোন জামাই মাহবুবুর রহমান জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় মাখননগর গ্রামে। বাবার নাম সিরাজুল ইসলাম। বর্তমানে পরিবার নিয়ে ডেমরা ডগাইর পশ্চিমপাড়া এলাকায় ভাড়া থাকতেন এবং মুরাদনগরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ব্যবসা করতেন।  

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।