ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মনোহরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
মনোহরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু প্রতীকী ছবি

নরসিংদী: নরসিংদীর মনোহরদীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে কামরুল আহসান কাজল (৫৭) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

বুধবার (৫ এপ্রিল) সকালে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের অর্জুনচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত কামরুল মনোহরদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মনোহরদী বাসস্ট্যান্ডের ফার্নিচার ব্যবসায়ী।  

স্থানীয়রা জানায়, সকালে কাজল তার এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে চৌরাস্তা মৌলভীবাজারের দিকে যাচ্ছিলেন। তারা অর্জুনচর মালেক মেম্বারের বাড়ির কাছে এলে পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেল তাদের ওভারটেক করার চেষ্টাকালে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে ফার্নিচার ব্যবসায়ী কাজল গুরুতর  আহত হন। তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন বলেন, এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য খোঁজ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।