ঢাকা, বৃহস্পতিবার, ২১ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মধুখালীতে বাস দুর্ঘটনায় আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
মধুখালীতে বাস দুর্ঘটনায় আহত ১০ দুর্ঘটনাকবলিত গোল্ডেন লাইন পরিবহনের বাসটি

ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কায় অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।  

মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ঘোপঘাট আইডিয়াল ল্যাব অ্যান্ড হসপিটালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে আইডিয়াল ল্যাব অ্যান্ড হসপিটাল এবং মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তবে কেউ নিহত হননি। আহতদের নামপরিচয় জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুর রহমান বলেন, ঝিনাইদাহ থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইনের একটি বাস ব্যাটারিচালিত ইজিবাইককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় চালক ও তার সহযোগীসহ (হেলপার) অন্তত ১০ যাত্রী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পরিদর্শনে যায়।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ