ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

প্রগতি ইন্ডাস্ট্রিজের এমডির বিরুদ্ধে দুদকের মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
প্রগতি ইন্ডাস্ট্রিজের এমডির বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা: বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের (বিএমইসি) সাবেক প্রধান প্রকৌশলী ও বর্তমানে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তৌহিদুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে চাকরি গ্রহণ ও সরকারি প্রায় ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তৌহিদুজ্জামানের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মাহবুবুল আলম আহমেদ এ মামলার বাদি।

জানা গেছে, প্রগতি ইন্ডাস্ট্রিজের এমডি তৌহিদুজ্জামান অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে লাভবান হতে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে চাকরি নেন। তিনি সরকারের অনুমোদন ছাড়া গাড়ি কেনা, ব্যবহার করা, কনসালট্যান্ট নিয়োগ, চুক্তি স্বাক্ষর ও কাজ না করেই বিল উত্তোলনের মাধ্যমে ৩৯ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করেছেন যা দণ্ডবিধির ৪০৬/৪০৯/৪১৭/৪২০/৪৬৫/৪৬৭/৪৬৮/৪৭১ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

যে কারণে দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে তৌহিদুজ্জামানের বিরুদ্ধে মামলাটি করেন।

আসামি মো. তৌহিদুজ্জামান অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনে যোগদানের পর হতেই প্রগতি ইন্ডাস্ট্রিজ লি. এ পদায়ন হন। তিনি প্রগতি টাওয়ার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এসএমএকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।