শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে বন্যহাতি তাড়াতে গিয়ে করিম (২৫) নামে এক কৃষক হাতীর পায়ে পৃষ্ট হয়ে নিহত হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) ভোররাতে সোনাঝুড়ি পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত করিম উপজেলার সীমান্তবর্তী ঝুলগাঁও গ্রামের রবিউল ইসলামের ছেলে। এ ঘটনায় খবির মিয়া নামে আর এক কৃষক গুরুতর আহত হয়ে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, শুক্রবার ভোররাতে বন্যহাতীর একটি দল গহিন অরণ্য থেকে লোকালয়ে নেমে এসে উঠতি বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। এসময় ওই এলাকার কৃষকরা দল বেঁধে মশাল জ্বালিয়ে জীবন বাজি রেখে হাতি তাড়ানোর চেষ্টা করে।
একপর্যায়ে বন্যহাতি পায়ে পৃষ্ট হয়ে কৃষক করিম ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় খবির নামে আর এক কৃষক গুরুতর আহত হয়েছে। পরে লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করে।
এব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
এসএম