ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভোলায় ১০ দোকান আগুনে পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, মে ৪, ২০২৩
ভোলায় ১০ দোকান আগুনে পুড়ে ছাই

ভোলা: ভোলার ইলিশা জংশন বাজারে ভয়াবহ আগুনে ১০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

বৃহস্পতিবার (০৪ মে) এ আগুনের সুত্রপাত হয়। এতে মুদি, চায়ের দোকান ও পার্টেসের দোকানসহ অন্তত ১০টি দোকান ভস্মিভূত হয়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, রাত ২টার দিকে একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। এতে মুহুর্তের মধ্যে আগুন চারপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা ডাক-চিৎকার দিয়ে আগুন নেভানোর চেস্টা করেন। খবর পেয়ে ভোলা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও এ সময়ের মধ্যে ১০টি দোকান পুড়ে যায়।

ইলিশ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা বাংলানিউজকে বলেন, কিভাবে আগুনের সুত্রপাত তা এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতি নিরুপনে কাজ করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, মে ০৪, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।