ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজারের রামুতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, মে ৪, ২০২৩
কক্সবাজারের রামুতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন 

কক্সবাজার: কক্সবাজারের রামুতে নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ লাভের ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা ও ২৫৬৭ বুদ্ধ বর্ষ।  

জগতের সব প্রাণীর সুখ-শান্তি কামনা, বিশ্বের যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করা ও মানবের দুঃখ মুক্তি এ প্রতিপাদ্যে রামু কেন্দ্রীয় বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে।

 

বৃহস্পতিবার (৪ মে) সকালে মৈত্রী বিহার প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এ শোভাযাত্রা রামুর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মহা সংঘদান, ধর্মসভা ও সমবেত প্রার্থনা।

বৌদ্ধ ধর্মীয় গুরু বিজয় রক্ষিত মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্মদেশনা করেন শীলমিত্র থের ও প্রজ্ঞাতিলক ভিক্ষু প্রমুখ।  

আয়োজকদের মধ্যে তরুণ বড়ুয়া ও সন্তোষ বড়ুয়া জানান, মহামতি গৌতম বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। মূলত রামুতে বিভিন্ন বৌদ্ধ বিহারে দিনটি উদযাপন করা হলেও এবার রামু মৈত্রী বিহার প্রাঙ্গণে কেন্দ্রীয়ভাবে বড় পরিসরে এটি উদযাপন করা হচ্ছে।

তারা আরও জানান, দিনটি উপলক্ষে সম্রাট অশোক নির্মিত রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারে প্রতি বছরের মতো এবারও ৮৪ হাজার ধর্মস্কন্ধ পূজা অনুষ্ঠিত হয়েছে। এ পূজাকে ঘিরে বুধবার (০৪ মে) রাত থেকে সেখানে হাজারো পুজারীর সমাগম হয়েছে।  

রাজপুত্র সিদ্ধার্থ সব বিলাসিতা ও রাজসুখ ত্যাগ করে পৃথিবীর সব মানুষের দুঃখ থেকে মুক্তির পথ রচনা করতে গিয়েই হয়েছেন বুদ্ধ। যিনি বিশেষ জ্ঞান অর্জন করেছেন। তার এ জন্ম, বোধিপ্রাপ্তি ও নির্বাণ লাভের এদিনটি শুধু বাংলাদেশে নয় আজ সারা বিশ্বে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হচ্ছে বলে জানান ফারিকুল বিবেকারাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শীলমিত্র ভিক্ষু।  

আয়োজকরা জানান, হানাহানি, ভেদাভেদ ও শ্রেণী বৈষমহীন এবং সমতার পৃথিবী গড়তে সবার বুদ্ধ হয়ে উঠতে পারার সম্ভাবনার মহান বাণী ছড়িয়েছেন মহামতি গৌতম বুদ্ধ। এ পূর্ণিমায় সব বুদ্ধ বাণী সবার অন্তরে আলো ছড়াবে এমন প্রত্যাশা আয়োজকদের।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মে ০৪, ২০২৩
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।