ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

১০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, মে ২৫, ২০২৩
১০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

ঢাকা: যাবজ্জীবন সাজা নিয়ে দীর্ঘ ১০ বছর পলাতক থাকার পর মো. মাহিদুল ইসলাম ওরফে সাগর (৩০) নামে শীর্ষ এক মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

বুধবার (২৪ মে) দিনগত রাতে মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব-২ এর সিনিয়র এএসপি মো. ফজলুল হক জানান, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাগর একজন পেশাদার মাদকবিক্রেতা। ২০১৩ সালে বিপুল পরিমাণ মাদকসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার হন তিনি। পরে তার নামে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানায় মামলা হয়।  

ওই মামলায় তিনি জামিনে মুক্তি পেয়ে পরে নিয়মিত আদালতে হাজিরা না দিয়ে পলাতক ছিলেন। পরে মামলাটির বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এএসপি ফজলুল হক জানান, আসামি উল্লিখিত মাদক মামলার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়ানোর জন্য দেশের বিভিন্ন স্থানে কখনও দিনমজুর, ভ্যান চালক, অটোরিকশা চালাতেন। এসব কাজের আড়ালে মাদক পরিবহন ও মাদকসেবীদের কাছে মাদক বিক্রি করতেন। সর্বশেষ মুগদা এলাকায় নিজের নাম পরিবর্তন করে সাগর নামে রিকশা চালাতেন ও বসবাস করতেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।