নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় আব্দুলপুর থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মো. মফিজুর রহমান (৫৫) ও সাবিনা বেগম (৪২) নামে এক দম্পতির মৃত্যু হয়েছে।
রোববার (১১ জুন) দুপুর দুইটার দিকে উপজেলার পাকা ইউনিয়নের লোকমানপুর বাজারস্থ দোডাঙ্গি এলাকায় অরক্ষিত লেভেল ক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মফিজুর রহমান উপজেলার জামনগর পশ্বিমপাড়া গ্রামের তসলিম উদ্দীনের ছেলে ও সাবিনা তার স্ত্রী।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খাঁন ঘটনার সততা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, উপজেলার মাড়িয়া গ্রামের শ্বশুর শুকটা প্রামাণিকের বাড়ি থেকে দুপুরের খাওয়া-দাওয়া শেষে মোটরসাইকেলযোগে মফিজুর রহমান তার স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজ বাড়ি জামনগরের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
পথে দোডাঙ্গী অরক্ষিত লেভেল ক্রসিং পারাপারের সময় আব্দুলপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে।
এতে তারা ছিটকে পড়ে ক্ষত-বিক্ষত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ অবস্থায় স্থানীয় লোকজন টের পেয়ে তাদের মরদেহ মাড়িয়া গ্রামে মফিজুল ইসলামের শ্বশুরবাড়িতে নিয়ে যান। বিষয়টি রেল পুলিশকে অবহিত করা হয়েছে। তারা এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবেন।
এদিকে ওই ঘটনার পর স্থানীয়রা ওই স্থানে রেল গেট স্থাপন করে সেখানে গেটম্যান দেওয়ার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।
স্থানীয়দের দাবি, ঘটনাস্থলে অরক্ষিত একটি গেইট আছে। তবে সেখানে কোন গেটম্যান না থাকায় ইতোমধ্যেও অসাবধানতাবশত: অনেক প্রাণহানি হয়েছে।
বিষয়টি অনেক আগেই রেল কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। নিহতদের মরদেহ তাদের হেফাজতে নিয়ে ময়নাতদন্ত করে আইনি প্রক্রিয়া নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এএটি