ঢাকা: ছাদ বাগান করলে হোল্ডিং ট্যাক্সের ১০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি বলেন, এ সিদ্ধান্ত দেশের সব সিটি করপোরেশন এবং পৌরসভার অধীনে থাকা ভবনের ক্ষেত্রে কার্যকর হবে।
বুধবার (১৪ জুন) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে নিদিষ্ট স্থানে পশু কোরবানি ও দ্রুততম সময়ে পশুর বর্জ্য অপসারণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, যারা ছাদ বাগান করবে সঙ্গে সঙ্গে যথাযথভাবে পরিচর্যা করতে হবে যাতে সেখানে মশা জন্ম না নেয়। সেক্ষেত্রে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স ছাড় দেওয়া হবে। এটি সব সিটি করপোরেশনের জন্য প্রযোজ্য হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে। তিনি বলেন, প্রণোদনা যেখানে দেওয়া হবে সেখানে এটি বলা থাকবে যে, যারা ছাদ বাগান করবেন সঙ্গে যেন মশার প্রজনন না হয় সেই শর্তে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। ছাদ বাগান করার জন্য কিছু আর্কিটেকচারিয়াল বিষয় আছে, সেগুলো মাথায় রেখে করতে হবে।
তাজুল ইসলাম বলেন, সেসব এলাকায় মেয়র আছে তারা সার্বিক বিষয় ঠিক করে দেবেন। আজ এ সংক্রান্ত পরিপত্র জারি হবে, এরপর থেকেই এটি কার্যকর হবে। বাংলাদেশের সব সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় ছাদ বাগান করলে এ প্রণোদনা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
জিসিজি/আরআইএস