গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা এলাকায় একটি শ্রমিকবাহী বাস উল্টে কমপক্ষে ২৫ জন শ্রমিক আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহত শ্রমিকদের নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার (১৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
শ্রমিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় অবস্থিত কালার ফ্যাশন লিমিটেডের কারখানার শ্রমিকবাহী একটি বাস বরমী এলাকার দিকে যাচ্ছিল। এক পর্যায়ে বাসটি টেংরা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ধান ক্ষেতে উল্টে পড়ে যায়। এতে ওই বাসে থাকা কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হন। পরে এলাকাবাসী দ্রুত তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যায়। তাদের মধ্যে নারী শ্রমিকও রয়েছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জারিন রাফা বাংলানিউজকে জানান, দুপুর সোয়া ২টার দিকে ১৩ জন শ্রমিককে আহত অবস্থায় এখানে নিয়ে আসা হয়। তারা বাস উল্টে আহত হয়েছেন। আহত শ্রমিকরা টেপিরবাড়ি এলাকার কালার ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিক।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
আরএস/আরআইএস