ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

ভোলায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, আক্রান্ত আরও ৪৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
ভোলায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, আক্রান্ত আরও ৪৬

ভোলা: উপকূলীয় জেলা ভোলাতেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় এ জেলায় আক্রান্ত হয়েছেন ৪৬ জন।

বর্তমানে চিকিৎসাধীন আছেন ৭৭ জন।

গত ২৭ দিনে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৪৪৮ জন। এর মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিভাগ থেকে বাড়ানো হয়েছে আরও ৪০টি শয্যা। বর্তমানে ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২৫০ জেনারেল হাসপাতালে সর্বমোট শয্যার সংখ্যা ৯০টি।
এর মধ্যে শুধু সদরেই আক্রান্ত ২৫৩ জন।

স্বাস্থ্যবিভাগ বলছে, জ্বর নিয়ে আক্রান্তদের মধ্যে ৬০ ভাগ রোগীর ডেঙ্গু শনাক্ত হচ্ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় দ্রুত বিস্তার ছড়াচ্ছে ডেঙ্গু। অন্যদিকে জলাবদ্ধতার কারণেও সংক্রমণ বেশি ছড়াচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্যবিভাগ।

ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মনিরুল ইসলাম বলেন, রোগীদের প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে। তারপরেও সবাইকে আরও সচেতন হতে হবে।

এদিকে ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিশুদের নিউমোনিয়া। গত এক সপ্তাহে ৩ শতাধিক শিশু আক্রান্ত হয়েছে এবং এক শিশুর মৃত্যু হয়েছে।

ব্যাকটোরিয়া ও ভাইরাসজনিত এ দুই রোগ ছড়িয়ে পড়ায় হাসপাতালে রোগীদের চাপ বেশি। বর্তমানে হাসপাতালে ৪০০ রোগী ভর্তি থাকলেও তার মধ্যে ডেঙ্গু ও নিউমোনিয়া আক্রান্তই আছেন দেড় শতাধিক।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।