ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেট কুখ্যাত ডাকাত সর্দার বাবুল খাঁ গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
সিলেট কুখ্যাত ডাকাত সর্দার বাবুল খাঁ গ্রেপ্তার

সিলেট: একাধিক ডাকাতি মামলার আসামি কুখ্যাত সর্দার বাবুল খাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ আগস্ট) ভোরে উপজেলার বৈরাগীরগাঁও গ্রামে অভিযান চালিয়ে বিশ্বনাথ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, ডাকাত সর্দার বাবুল খাঁ (৪৫) বৈরাগীরগাঁও গ্রামের আসন খার ছেলে।

সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা মো. সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে গেছে।

এতে বলা হয়েছে, আসামির বিরুদ্ধে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলাসহ পাঁচটি ডাকাতি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
এনইউ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।