ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘গো ব্যাক ইসরায়েল’ স্লোগানে মুখর মৌলভীবাজার 

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
‘গো ব্যাক ইসরায়েল’ স্লোগানে মুখর মৌলভীবাজার 

মৌলভীবাজার: ফিলিস্তিনে অবরুদ্ধ নগরী গাজা ভূখণ্ডে বর্বর ইসরায়েলি বাহিনীর ভয়াবহ আগ্রাসনের প্রতিবাদে মৌলভীবাজার শহরে বিক্ষোভ ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। এ সময় ‘গো ব্যাক ইসরায়েল’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে মৌলভীবাজার শহর।

 

শুক্রবার (১৩ অক্টোবর) জুমার নামাজের পর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার শহরে বিক্ষোভে নামে দলটির নেতাকর্মীরা।

জুমার নামাজের পর শহরের পশ্চিমবাজার জামে মসজিদ থেকে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে দলটির নেতাকর্মীরা ‘গো ব্যাক ইসরায়েল’ স্লোগান দিতে দিতে মিছিল শুরু করেন। শান্তিপূর্ণ মিছিলটি কুসুমবাগ এলাকার এসআর প্লাজার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।  

ইসলামী আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা এম.এ কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সোলাইমান আহমদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা সোলাইমান আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী।

সমাবেশে বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যের নিপিড়ীত জনপদ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইতিহাসের নির্মম আগ্রাসন চালিয়ে বর্বর ইহুদি সেনারা হত্যা করছে হাজার হাজার শিশু নারী-পুরষসহ নিরীহ ফিলিস্তিনিদের। ধ্বংস করে দিচ্ছে শত শত বাড়িঘর, মসজিদ, স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। অথচ নিশ্চুপ রয়েছে জাতিসংঘসহ পুরো পশ্চিমা বিশ্ব।

ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, সেখানে চলছে মানবিক বিপর্যয়। এমন পরিস্থিতিতে মুসলিম বিশ্বকে এক হয়ে মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে ইসরায়েলি বাহিনীকে রুখে দিতে হবে।  

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
বিবিবি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।