ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে পিকআপভ্যানের ধাক্কায় নির্মাণ শ্রমিক নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
নীলফামারীতে পিকআপভ্যানের ধাক্কায় নির্মাণ শ্রমিক নেতা নিহত ফাইল ফটো

নীলফামারী: নীলফামারীতে পিকআপভ্যানের ধাক্কায় আইয়ুব আলী (৬৫) নামে এক রিকশা আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন রিকশাচালক নুর ইসলাম।

 

শনিবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নীলফামারী জেনারেল হাসপাতালের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আইয়ুব আলী পৌর শহরের পাইকারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি নীলফামারী জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন।  

আহত রিকশাচালক নুর ইসলাম পৌর শহরের শান্তিনগর এলাকার বাসিন্দা। তিনি নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার রাত ৯টার দিকে অফিসের কাজ শেষে চৌরঙ্গী মোড় থেকে রিকশায় করে বাড়ি ফিরছিলেন আইয়ুব আলী। নীলফামারী জেনারেল হাসপাতাল এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি পিকআপভ্যান সজোরে ধাক্কা দিলে রিকশাটি উল্টে যায়। এতে রিকশাচালকসহ আইয়ুব আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আইয়ুব আলী।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, পিকআপভ্যানের ধাক্কায় একজন রিকশা আরোহী নিহত হয়েছেন। পিকআপভ্যানসহ চালক পলাতক রয়েছে। পিকআপটিকে আটকের চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৭৫৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।