ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গুলিস্তানে বাহন পরিবহনের বাসে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
গুলিস্তানে বাহন পরিবহনের বাসে আগুন গুলিস্তানে বাসে আগুন। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বিএনপির ডাকে দেশজুড়ে ৩৬ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে মঙ্গলবার (১২ ডিসেম্বর)।  

অবরোধের প্রথম দিন সকালে রাজধানীর গুলিস্তানে বাহন পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

  

সকাল ১০টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বাসে আগুনের তথ্য নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, ৯টা ৫৮ মিনিটে আগুনের সংবাদ পাওয়া যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ১০টা ৪ মিনিটে। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ১০টা ১৬ মিনিটে আগুন নির্বাপণ করে। হতাহতের ঘটনা ঘটেনি।  

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।