ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

২৪ ঘণ্টায় ৭ যানবাহনে আগুন, জানাল ফায়ার সার্ভিস

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
২৪ ঘণ্টায় ৭ যানবাহনে আগুন, জানাল ফায়ার সার্ভিস

ঢাকা: বিএনপিসহ কয়েকটি দলের ডাকা অবরোধের মধ্যে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। ফায়ার সার্ভিস বলছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ বিভিন্ন স্থানে সাতটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত যানবাহনে দুর্বৃত্তদের দেওয়া সাতটি ঘটনার খবর পেয়েছে ফায়ার সার্ভিস।  

এসব ঘটনায় ছয়টি বাস ও একটি পরিত্যক্ত প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়। প্রতিটি আগুনের ঘটনায় দুটি করে ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।  

২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত ২৭৪টি অগ্নিসংযোগের খবর পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৭০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

যানবাহনের মধ্যে রয়েছে-  বাস ১৬৮টি, ট্রাক ৪৪টি, কাভার্ড ভ্যান ২৩টি, মোটরসাইকেল আটটি ও অন্যান্য গাড়ি ২৭টি।  

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।